
মাত্র আট মিনিট অপেক্ষা করতে হল জুভেন্টাস সমর্থকদের। এই সময়েই জুভেন্টাসের জার্সিতে নিজের প্রথম গোল করে ফেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাবের জুনিয়র দলের বিরুদ্ধে সিনিয়র দলের প্রীতি ম্যাচ অবশ্য ৭০ মিনিটেই বন্ধ হয়ে যায়। তাও অবশ্য রোনালদোর কারণে। মাঠে সমর্থকদের ভিড় জমে যাওয়ায় বন্ধ হয় ম্যাচ।
তাকে ঘিরে উত্তাল জনতাকে সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকেও। মাঝে মাঝেই দর্শকেরা মাঠে ঢুকে পড়েন রোনালদোর সঙ্গে ছবি তুলতে। শেষ দিকে পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে যে ২০ মিনিট আগেই খেলা বন্ধ করে দিতে হয়। খেলা বন্ধ হওয়ার সময় তখন নিজেদেরই ‘বি’ দলের বিরুদ্ধে ৫-০ এগিয়ে ছিল জুভেন্টাস। রোনালদো ছাড়া জোড়া গোল করেন পাওলো ডিবালা।
ছবিঃ ইন্টারনেট থেকে সংগৃহীত