You are here
Home > ক্রিকেট > জিমির কাছে সিংহাসন ছেড়ে দিতে প্রস্তুত ম্যাকগ্রা!

জিমির কাছে সিংহাসন ছেড়ে দিতে প্রস্তুত ম্যাকগ্রা!

জিমির কাছে সিংহাসন ছেড়ে দিতে প্রস্তুত ম্যাকগ্রা

টেস্ট ইতিহাসের সবচেয়ে সফল ফাস্ট বোলার হতে আর ৭টি উইকেট দরকার জেমস অ্যান্ডারসনের। এই রেকর্ডের বর্তমান মালিক গ্লেন ম্যাকগ্রা খুশি মনে তার কাছে সিংহাসন ছেড়ে দিতে প্রস্তুত। অস্ট্রেলিয়ার সাবেক গতি তারকার বিশ্বাস, অ্যান্ডারসন একবার তাকে টপকে গেলে কখনও পেছনে পড়বেন না।

২০০৭ সালে অস্ট্রেলিয়াকে বিদায় জানানো ম্যাকগ্রা ১২৪ ম্যাচে ৫৬৩ উইকেট নিয়ে টেস্টের শীর্ষ ফাস্ট বোলার। ভারত ও ইংল্যান্ডের সাউদাম্পটন টেস্ট শুরু হলে এই আসনটি হারানোর প্রত্যাশা করছেন তিনি। সিরিজের তিন ম্যাচে ১৭ উইকেট নিয়ে এখন ম্যাকগ্রাকে পেছনে ফেলার পথে ইংল্যান্ডের পেসার। ১৪১ টেস্টে ৫৫৭ উইকেট নিয়ে আগামী বৃহস্পতিবার চতুর্থ টেস্ট খেলতে নামবেন অ্যান্ডারসন।

অ্যান্ডারসনকে শুভকামনা জানিয়ে ম্যাকগ্রা ডেইলি মেইলকে বলেছে, ‘জিমির জন্য আমার অনেক শ্রদ্ধা। তাকে শুভকামনা জানাই। আমি বিশ্বাস করি সে একবার আমাকে ছাড়িয়ে গেলে কখনও তাকে পেছনে ফেলতে পারবে না কেউ। রেকর্ড দারুণ এবং টেস্ট ইতিহাসে যে কোনও ফাস্ট বোলারের চেয়ে বেশি উইকেট নিতে পেরে খুব গর্বিত। যখন জিমি আমাকে ছাড়িয়ে যাবে তখনও আমি গর্ব করবো। কারণ ফাস্ট বোলারদের মধ্যে একতা খুব শক্ত, আমরা যে দেশেরই হই না কেন।’

বর্তমান সময়ের ফাস্ট বোলাররা অ্যান্ডারসনকে টপকে যেতে পারবে না এই বিশ্বাসের পেছনে কারণ দেখালেন ম্যাকগ্রা। তিনি বলেছেন, ‘জিমি যখন আমাকে ছাড়িয়ে যাবে তখন সে কোথায় গিয়ে থামে সেটা দেখা মজার ব্যাপার হবে। আজকাল খেলার ধরন ও টি-টোয়েন্টি ক্রিকেটের আধিক্য দেখে আমি বিশ্বাস করি কোনও ফাস্ট বোলার কোনোদিন তাকে টপকে যেতে পারবে না।’

ছবিঃ ইন্টারনেট থেকে সংগৃহীত  

Leave a Reply

উপরে