You are here
Home > ক্রিকেট > রেকর্ডবুকে নাম লেখালেন মমিনুল!

রেকর্ডবুকে নাম লেখালেন মমিনুল!

রেকর্ডবুকে নাম লেখালেন মমিনুল

জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে শতক হাঁকানোর পরের ম্যাচেই চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেঞ্চুরির দেখা পেলেন বাঁহাতি টাইগার ব্যাটসম্যান, বাংলাদেশের ব্র্যাডম্যান খ্যাত মমিনুল হক। টেস্ট ক্যারিয়ারের এটি তার অষ্টম সেঞ্চুরি, সেই সাথে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট সেঞ্চুরি।

এ মাঠে ছয়বার পঞ্চাশ পেরিয়েছেন মমিনুল, এর প্রত্যেকবারই পঞ্চাশকে শতকে পরিণত করেছেন কক্সবাজার সমুদ্রের পাশে বেড়ে ওঠা এ ক্রিকেটার। সাগরিকায় ছয় সেঞ্চুরির সাথে মিরপুরের শেরে বাংলায়ও দুইটি সেঞ্চুরি রয়েছে মমিনুলের। সবমিলিয়ে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরিতে তামিম ইকবালের পাশে বসেছেন তিনি। এতদিন ধরে ৮টি সেঞ্চুরি নিয়ে বাংলাদেশের পক্ষে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ছিলেন তামিম। সে রেকর্ডেই ভাগ বসালেন মমিনুল।

এছাড়া একই ভেন্যুতে ছয়টি সেঞ্চুরি করে রিকি পন্টিং (এডিলেইড ও সিডনি), গ্রাহাম গুচ (লর্ডস), মাইকেল ভন (লর্ডস) ও ম্যাথু হেইডেনের (মেলবোর্ন) পাশে নিজের নামও লেখালেন এই বাঁহাতি ব্যাটসম্যান। একই ভেন্যুতে সর্বোচ্চ ১১ সেঞ্চুরির রেকর্ড রয়েছে শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনের (এসএসসি, কলম্বো)।

ছবিঃ ইন্টারনেট থেকে সংগৃহীত

উপরে